আরণ্যক (২০২১)
টানটান উত্তেজনার মার্ডার মিস্ট্রি। প্রথম সিজনে ৮টা পর্ব। গড়ে প্রতিটা পর্বের দৈর্ঘ্য ৪০/৪৫ মিনিটের। এমন শক্তপোক্ত স্ক্রিপ্ট যে দেখা শুরু করলে শেষ না করে ওঠা প্রায় অসম্ভব। প্রত্যেকটা পর্ব এমন জায়গায় শেষ হচ্ছে যে পরেরটা না দেখে উপায় নেই!
বহুদিন পর রাভিনা টেন্ডন কাঁপিয়ে দিলেন। এটাকেই বলে, ‘ব্যাক উইথ আ ব্লাস্ট!’ রাভিনার দুর্দান্ত অভিনয়ের কারণে এই সিরিজে সবচেয়ে ঝুঁকিতে ছিলেন পরমব্রত। কিন্তু পুলিশের চরিত্রে পরমব্রতর অন্যরকম একটা দখল আছে, খুব সহজে চরিত্রটা ধরে ফেলতে পারেন। সেই ‘বাইশে শ্রাবণ’, ‘কাহানি’ বা হালের ‘দ্বিতীয় পুরুষ’ সবখানেই তো তিনি পুলিশ। সেই কারণে সিরিজজুড়ে রাভিনার প্রবল উপস্থিতি থাকার পরেও পরমব্রত প্রায় সমানে সমান টেক্কা দিয়ে গেছেন! তবে এই সিজনের হিরো রাভিনা-ই! বাকি সবগুলা অভিনেতাই খুব ভালো অভিনয় করেছেন।
সিরিজের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হচ্ছে এর সাব প্লটগুলো। ৩/৪ এপিসোড দেখার পর কিলার সম্পর্কে সবারই একটা আইডিয়া চলে আসবে। কিন্তু শুধু কিলারকে পেলেই হবে না। এর মধ্যে আরও অনেক প্রশ্ন আছে যার সবগুলোর উত্তর পাওয়ার জন্য আপনি বসে থাকবেন। আর সেজন্য যেতে হবে শেষ পর্যন্ত অর্থ্যাৎ ৮টা পর্বই দেখতে হবে!