রোলিং থান্ডার রিভিউ: স্করসেসি বলছেন ডিলানের গল্প
১৯৭৫-৭৬ সালে বব ডিলান আমেরিকা সফরে বেরিয়েছিলেন। তবে বড় কোন শহর নয়, ডিলান ছোট শহরে ছোট ছোট অডিটরিয়ামে শো করেছিলেন। কারণ তিনি গানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে একাত্ম হতে চেয়েছিলেন। বুঝতে চেয়েছিলেন তাদের অনুভূতি। এই সফরে তার সঙ্গী ছিলেন জোয়ান বায়েজ, রজার ম্যাকগুইন, জনি মিচেল, রোনি ব্লেকলিসহ আরো অনেকেই। দুটো ভাগে তারা প্রায় ৫৭টা কনসার্টে অংশ নেন। এই ট্যুরের বেশকিছু ফুটেজ ছিলো ১৬ মিলিমিটারে শুট করা। সেগুলোর সাথে এখনকার বব ডিলানের ইন্টারভিউ এবং তখনকার অভিজ্ঞতা মিলিয়ে পরিচালক মার্টিন স্করসেসি নির্মাণ করেছেন এই ডকুমেন্টরি, যা মুক্তি পায় নেটফ্লিক্সে।