ডিকাপলড (২০২১)
রিফ্রেশিং গল্প। সবচেয়ে ভালো হাস্যরসে ভরা সংলাপ। প্রত্যেকটা এপিসোডে নোট করে রাখার মত একাধিক সংলাপ আছে। এর কৃতিত্ব চিত্রনাট্যকার মানু জোসেফের। হালকা, সহজ গল্পের পরতে পরতে কমেডি। বাড়তি কোন কিছু নেই। ছোট-বড় প্রত্যেকটা চরিত্র প্রাসঙ্গিক হয়ে উঠেছে চমৎকার চিত্রনাট্যের কারণে।
অভিনয়ে মাধবনের তুলনা নেই। আরিয়ার চরিত্রটি মাধবনের মত ভালো কেউ করতে পারতো না। একইসাথে কুল অ্যান্ড ক্রেজি! অল্প সময়ের জন্য হলেও নিজের চরিত্রে চেতন ভগত এন্টারটেইনিং ছিলেন। ড্রাইভার গনেশের চরিত্রে দারুণ করেছেন মুকেশ ভাট। আরিয়ার দুই বন্ধু মায়াঙ্ক এর চরিত্রে অসীম হাত্তাঙ্গে পারফেক্ট এবং গুরুজি অগ্নির চরিত্রে অতুল কুমার এন্টারটেইনিং ছিলেন। ডক্টর বসুর চরিত্রে মীর ঠিকঠাক কিন্তু আরো মজার চরিত্র দরকার ছিল মীরের জন্য। খালি শ্রুতির চরিত্রে সুরভিন চাওলাকেই বেমানান মনে হয়েছে। এই চরিত্রে বিদ্যা বালান হলে আরো ভালো হতে পারতো।