দাহার (২০২৩)

অ্যামাজন প্রাইম সিরিজটা প্রোমোট করেছিল সোনাক্ষী সিনহাকে সামনে রেখে।

সোনাক্ষীর ওয়েব ডেব্যু, আবার পুলিশ অফিসারের চরিত্র, এই দুটি বিষয়কে সামনে আনা হয়েছিল।

কিন্তু সিরিজের অ্যাসেট আসলে বিজয় ভার্মা।

আনন্দ স্বর্ণকারের মত এরকম ক্ল্যাসিক এক সাইকোপ্যাথের চরিত্রে অভিনয় করা মোটেও সহজ কাজ নয়।

বিজয়ের অভিনয় দেখে বারবারই ইরফান খানের কথা মনে পড়েছে। এখন পর্যন্ত বিজয়ের ক্যারিয়ারের সেরা পারফর্ম্যান্স।

রীমা কাগতি এবং জোয়া আখতারের কাছে যেরকম প্রত্যাশা ছিল, তারা সেটা যথাযথভাবে পূরণ করেছেন।

সিরিয়াল কিলারের গল্প হলেও রীমা কাগতি আসলে তুলে এনেছেন ভারতের জাত বৈষম্য এবং লিঙ্গ বৈষম্যের ভয়াবহতাকে। সেই সাথে রয়েছে যৌতুকের বিষয়টিও।

রাজস্থানের পটভূমি হলেও আসলে উঠে এসেছে ভারতের পিছিয়ে থাকা প্রতিটি জনপদের গল্প।

সিরিজের চিত্রনাট্য লিখেছেন রীমা কাগতি, রিতেশ শাহ এবং জোয়া আখতার।

সোনাক্ষী সিনহা অভিনয় করেছেন এসআই অঞ্জলি ভাটির চরিত্রে।

এছাড়াও পুলিশ অফিসারের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবিয়া এবং সহুম শাহ।

গত ১২ মে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে সিরিজটি।

আট পর্বের সিরিজটির প্রতিটি এপিসোড গড়ে এক ঘণ্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *