ঈদের ছয় ছবি
ঈদের ছবি মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে অন্তর্জাল। অনলাইনে প্রচার প্রচারণায় সরব থাকলেও শেষে ছবিটি ঈদে মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।
এর ফলে ঈদে মুক্তি পাচ্ছে ছয়টি ছবি। এবার ঈদের লাইনআপ বেশ জমজমাট।
শাকিব খান, আফরান নিশো, নীরব, মাহফুজ, তমা মির্জা, বুবলীর মত তারকাদের অভিনীত ছবি মুক্তি পাচ্ছে।
ফলে বড় পর্দা এবং ছোট পর্দা দুই মাধ্যমের অভিনেতাদেরই সিনেমা হলে দেখতে পাবেন দর্শকেরা।
ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিগুলো হলো প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা, ক্যাসিনো, লাল শাড়ি, জিম্মি।
এর মধ্যে শাকিবের প্রিয়তমা এবং নিশোর সুড়ঙ্গ নিয়েই আলোচনা বেশি। প্রিয়তমা মুক্তি পাবে ১০০ হলে।
তবে মুক্তির পর দর্শকের রায়ে যে কোনো ছবিই এগিয়ে যেতে পারে।
এমন জমজমাট সিনেমা লাইনআপ অনেকদিন পরে ঢালিউডে আসলো।
এবার ঈদের ছবিগুলোর মধ্যে ভালো প্রতিযোগিতা হবে বলে আশা করা হচ্ছে।