আরিয়া (২০২০)
অনেকদিন পর সুষ্মিতা সেন। বড় পর্দায় নয়, ওয়েবে। সুষ্মিতার কামব্যাক সিরিজ ‘আরিয়া’। ডাচ ড্রামা সিরিজ ‘পেনোজা’ এর ইন্ডিয়ান রিমেক ‘আরিয়া’। সিরিজটির নামভূমিকায় অভিনয় করেছেন সুষ্মিতা। তিনি ছাড়াও এই সিরিজের মাধ্যমেই অনেকদিন পর দেখা গেল চন্দ্রচূড় সিংকে। সেই যে ‘জোশ’ সিনেমায় ঐশ্বরিয়া রায়ের বিপরীতে আলো ছড়িয়েছিলেন, তারপর প্রায় হারিয়ে যাওয়া চন্দ্রচূড় ফিরে এলেন ওয়েবের দুনিয়ায়। ছবির গল্প সাদামাটা। একটা সংগঠিত ড্রাগ সিন্ডিকেটের সাথে টক্কর দিয়ে সুষ্মিতার টিকে থাকার লড়াইটাই এই সিরিজের মূল শক্তি। ক্রাইসিস এবং সেই ক্রাইসিসের সাথে সুষ্মিতার ডিলিং করার পদ্ধতি দর্শকদের ধরে রাখবে। বেশ লম্বা সিরিজ। ৯ পর্বের প্রতিটির দৈর্ঘ্য গড়ে ৫৫ মিনিট। অতএব হাতে সময় নিয়ে বসাটাই ভালো। সিরিজটি পরিচালনা করেছেন রাম মাধবন এবং সন্দীপ মোদী।