আলীগড় (২০১৫)
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হিন্দি ছবি ‘আলীগড়’। হানসাল মেহতা পরিচালিত ছবিটির গবেষণা, চিত্রনাট্য ও সংলাপের কাজ করেছেন অপূর্ব আসরানি। মনোজ বাজপেয়ী অসাধারণ অভিনয় করেছেন সমকামী প্রফেসর সিরাজের ভূমিকায়। এই অভিনয় দেখার পর বিশ্বাস করতে কষ্ট হয় যে এই মনোজই গ্যাংস অব ওয়াসিপুরের সরদার খান!
মনোজের সাথে মানানসই অভিনয় করেছেন আরেক গুনী অভিনেতা রাজকুমার রাও। অভিনয়ের পাশাপাশি এই ছবির সংলাপের কথা উল্লেখযোগ্য। সংলাপ ছবিটাকে শক্তিশালী করেছে। ভালো গল্পের ছবি, ভালোভাবে নির্মিত ছবি, বক্তব্যধর্মী ছবি, যেখানে গল্পের প্রয়োজনে সমকামিতা এসেছে কিন্তু সেটাই সব নয়। আত্মসম্মানবোধ, বিশ্ববিদ্যালয়ের ঘৃণ্য রাজনীতি, একজন একা মানুষের বেঁচে থাকার সংগ্রাম, কবিতা, ভাষার প্রতি ভালবাসা, সামাজিক ব্যবস্থা, বিশ্বাস সবকিছু মিলিয়েই আসলে ছবিটার গল্প।