উড়ান (২০১০)
২০১০ সালের অন্যতম আলোচিত হিন্দি ছবি উড়ান। মাত্র ৩ কোটি রুপি বাজেটে ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটির মূল সৌন্দর্য এর গল্প এবং সাবলীল অভিনয়।
ছবির প্রধান চরিত্র ১৭ বছরের রোহান (রজত ভার্মেজা)। মা মারা যাবার পর রোহানের বাবা (রনিত রায়) রোহানকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয় এবং তারপর আট বছর তাদের আর দেখা হয়নি। রোহানের বাবা স্বভাবে বদরাগী এবং কঠোর নিয়ম মেনে চলা একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, যিনি মধ্যবিত্ত বাবার কঠোর শাসনে বড় হয়েছেন এবং নিজের ছেলেদেরকেও সেভাবেই মানুষ করতে চান।
রোহানের ইচ্ছে লেখক হবার, তাই সে চায় সাহিত্য নিয়ে পড়াশোনা করতে। আর রোহানের বাবা মধ্যবিত্তের বেঁচে থাকার লড়াইয়ে একগুয়েভাবেই চান ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে। বাবার ইচ্ছায় অনিচ্ছাস্বত্তেও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় রোহান। তবে এক সময় সে সবকিছু ছেড়ে বেরিয়ে আসে। বাবার চরিত্রটি অভিনেতা রনিত রায় অসাধারণ অভিনয়ে ফুটিয়ে তুলেছেন।
ছবির কাহিনী লিখেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে এবং অনুরাগ কাশ্যপ। পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে।