কুমারি (২০২২)

মালায়লাম ভাষায় নির্মিত মিথোলজিক্যাল ফ্যান্টাসি ছবি। যাদের কাছে ‘টুম্বাড’ এবং ‘বুলবুল’ ভালো লেগেছে, তাদের এই ছবিটাও ভালো লাগবে।

এই ছবির মূল আকর্ষণ হলো এর লোকেশন আর সিনেমাটোগ্রাফি। একইসাথে মেকআপ এবং কস্টিউম দুটোই খুব ভালো হয়েছে।

গল্পটা গড়পড়তা। প্রয়োজনের তুলনায় লম্বা মনে হয়েছে অনেক। কাটছাট করে ৩০ মিনিট কমিয়ে ফেলা যেত। তাহলে আরও ভালো হতো ছবিটি। কিছু কিছু জায়গায় প্রয়োজনের তুলনায় বেশি নাটকীয় করে তোলা হয়েছে। কালো জাদু, নরবলির মত বিষয়গুলো উঠে এসেছে কাহিনীতে।

ছবিটি পরিচালনা করেছেন নির্মল সহদেব। নাম ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া লক্ষী। শাইন টম চাকো ভালো অভিনয় করেছেন। তার চরিত্রে বৈচিত্র্য ছিল, সেটাকে তিনি পুরোপুরিভাবে কাজে লাগিয়েছেন।

গত ২৮শে অক্টোবর সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি। এরপর ১৮ নভেম্বর মুক্তি পায় নেটফ্লিক্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *