জয় ভিম (২০২১)

এমন ছবি যেটা দেখতে দেখতে অজান্তে চোখ ভিজে আসে। ১৯৯৩ সালে ভারতের এক পুলিশি হেফাজতে মৃত্যুর মামলার ঘটনাবলী অবলম্বনে নির্মিত হয়েছে জয় ভিম। তবে এই ঘটনায় শুধু নির্যাতন নয়, রয়েছে আরো অনেক কিছু, যুগ যুগ ধরে চলে আসা বৈষম্য, জাতের ভেদ, আদিবাসীদের প্রতি অমানবিক আচরণসহ আরো অনেক বিষয় তুলে ধরা হয়েছে ছবিটিতে।

বিশেষ করে ভারতের আদিবাসীদের কীভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় তার এক বাস্তব চিত্র পাওয়া যায় এই ছবিতে। চিত্রনাট্য দুর্দান্ত, সবার অভিনয় অনবদ্য। ছবিটি তাই দর্শকদের মনে দাগ ফেলে যাবে। আইনজীবী কে চান্দ্রুর চরিত্রে অভিনয় করেছেন সুরিয়া। কে চান্দ্রু একজন সংবেদনশীল মানুষ ছিলেন। মানবাধিকার রক্ষায় আইনজীবী হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেন তিনি। পরবর্তীতে তিনি মাদ্রাস হাইকোর্টে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারপতি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ এবং আলোচিত মামলার রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *