তিতলি (২০০২)
ঋতুপর্ণ ঘোষ সিনেমার এক জাদুকর। আর এই জাদুকরের জাদুকরী ছবি তিতলি। সম্পর্কের সমীকরণ আর ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে পর্দায় এক অন্যরকম অনুভূতি তৈরি করে। ঋতুপর্ণ ঘোষের বেশিরভাগ ছবিই যেমন একেকটা অনুভূতি দেয়, এটাও তেমন। মন কেমন করা অনুভূতি দেবে। ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অপর্ণা সেন, কংকনা সেনশর্মা এবং দীপঙ্কর দে। এই ছবিতে চমৎকার একটা গান গেয়েছেন শ্রীকান্ত, মন খারাপ বা মেঘলা দিনে গানটা শুনতে খুব ভালো লাগে।
মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা….মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা….