বদলা (২০১৯)
পরিচালক সুজয় ঘোষের ছবি। ২০১৭ সালের স্প্যানিশ ছবি ‘দ্য ইনভিজিবল গেস্ট’ চলচ্চিত্রের অফিশিয়াল রিমেক ছবিটি। পুরো ছবিতেই টানটান উত্তেজনা। একটা ঘটনা বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা এবং আসল অপরাধীকে খুঁজে বের করা। কিছু কিছু ক্ষেত্রে স্টোরি প্রেডিক্টেবল। যেহেতু রিমেক গল্প, চিত্রনাট্য নিয়ে বলার কিছু নেই। অমিতাভ বচ্চন যথারীতি নিজের নামের প্রতি সুবিচার করেছেন। তাপসী পান্নু মোটামুটি। বাকিরাও মোটামুটি। কম বাজেটে ভালো রিমেক। উপভোগ্য ছবি তবে বারবার দেখার মত নয়।