বাজার (২০১৮)
কম বাজেটের ছবি। স্ক্রিপ্ট দূর্বল, কাহিনী প্রেডিক্টেবল। এই ছবিটা দেখার একমাত্র কারণ হতে পারেন সাইফ আলী খান। অভিনয় দিয়ে এই ছবির সব দূর্বলতা ঢেকে দিয়েছেন তিনি। শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে ছবির গল্প। শকুন কোঠারি শেয়ার মার্কেটের বড় খেলোয়াড়। কিন্তু অনেক চেষ্টা করেও তার বিরুদ্ধে কোন প্রমাণ জোগাড় করা যায় না। এদিকে এলাহবাদের ছোটখাট এক ট্রেডার রিজওয়ান আহমেদের স্বপ্ন সে শকুন কোঠারির সাথে কাজ করবে। সেই স্বপ্নপূরণের জন্য এলাহাবাদ ছেড়ে চলে আসে মুম্বাই। এরপর বাস্তবিক অর্থেই সব সিনেমার কাহিনীর মত এগোয়। কীভাবে কীভাবে যেন এই অসাধ্য সাধন হয় এবং রিজওয়ান হয়ে ওঠে শকুন কোঠারির সবচেয়ে কাছের লোক। আর সেটাই হয়ে ওঠে তার জীবনের জন্য হুমকি। কারণ শকুন কোঠারি যার বন্ধু তার কোন শত্রুর দরকার হয় না।