মাসান (২০১৫)
মাসান এর মূলশক্তি গল্প এবং স্ক্রিপ্ট, তারপর অভিনয়, তারপর সিনেমাটোগ্রাফি। অসাধারণ একটা কাজ করেছেন পরিচালক নীরাজ ঘায়ান। এটি তার প্রথম ছবি। ছবিটিতে গান রয়েছে মাত্র তিনটি এবং সেগুলো বিনোদনের জন্য নয়, গল্পের পরিস্থিতির সাথে মিল রেখেই এসব গান রাখা হয়েছে। গানের কথাও গল্পের বা পরিস্থিতির সঙ্গে মানানসই। বিশেষ করে তু কিসি রেল সে গানটা তো অসাধারণ। বারবার শোনার মত গান।
রিচা চাড্ডা, সঞ্জয় মিশরা, পংকজ ত্রিপাঠি সাবলীল অভিনয় করেছেন। সাদামাটাভাবে অসাধারণভাবে চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন তারা। এই ছবি দিয়েই সবার নজর কাড়েন অভিনেতা ভিকি কৌশল। দীপকের চরিত্রকে দারুন আবেগী করে তুলেছেন তিনি। শালু গুপ্তার চরিত্রে শোয়েতা ত্রিপাঠিও খুব ভালো করেছেন।
ছবিটি একেবারে রিয়েল লোকেশনে শ্যুট করা। কোন আলাদা সেট করা হয়নি, যেমনটা তেমনই ছবি তুলেছেন পরিচালক। আর সে কারণেই ছবিটা দর্শকদের অনেক কাছে পৌঁছে যায়। চরিত্রগুলো আপন হয়ে ওঠে।