মিমি (২০২১)

একজন সারোগেট মায়ের গল্প। এক আমেরিকান দম্পতি ভারতে আসে তাদের সন্তানের জন্য মা খুঁজতে। এই দম্পতি সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করতে চায়। সে কারণে তাদের একজন সুস্থ এবং সবল নারী দরকার যিনি তার গর্ভে সেই দম্পতির সন্তান ধারণ করবেন।

নানা নাটকীয়তার পরে বড় অংকের টাকার বিনিময়ে একজন সারোগেট মা খুঁজে পায় আমেরিকান দম্পতি। এই মা হচ্ছেন মিমি। আর ছবিটিতে নামভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন। কৃতি সাধারণত তার ক্যারিয়ারে যে ধরণের চরিত্র করেছেন তার চেয়ে সম্পূর্ণ আলাদা চরিত্র মিমি।

প্রথমত চরিত্রটির নানা মাত্রা রয়েছে। একজন স্বপ্নবাজ তরুনী, যে স্বপ্ন দেখে মুম্বাইতে গিয়ে চলচ্চিত্রের নায়িকা হবে। আর ছোট্ট শহরে সে বিখ্যাত তার নাচের কারণে। ফেসবুক পেজের ৮০০ ফলোয়ার নিয়েই তার অনেক গর্ব। এরকম জায়গা থেকে যখন সারোগেট মা হওয়ার প্রস্তাব মেয়েটি পায় তখন সে সারোগেসি সম্পর্কে কিছুই জানে না। শুধুমাত্র মোটা অংকের টাকার কথা ভেবে সে রাজি হয়ে যায়।

তারপর নানা ঘটনার মধ্যে দিয়ে এক পর্যায়ে সে সত্যিকারের মা হয়ে ওঠে সেই সন্তানের। এ ধরণের সিরিয়াস ক্যারেক্টার অবশ্যই কৃতি স্যাননের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল এবং সেই চ্যালেঞ্জ সে ভালোভাবেই উতরে গেছে।

ঘণ্টা দুয়েকের ছবি, এর মধ্যে বারবার কাহিনী বিভিন্ন দিকে মোড় নিয়েছে, তাই সবসময়ই দর্শকের মনোযোগ ধরে রাখতে পেরেছে ছবিটি। শেষটা অনেকটাই প্রেডিক্টেবল হলেও মন্দ লাগেনি। সব মিলিয়ে বেশ ভালো ছবি।

কৃতি স্যানন এবং পঙ্কজ ত্রিপাঠি তাদের সহজাত অভিনয়গুনে দর্শকদের মুগ্ধ করেছেন। এর আগে ‘বারেলি কি বারফি’ ছবিতে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তারা। এই ছবিতে অভিনয় করতে হয়েছে স্বামী-স্ত্রীর চরিত্রে। দুই চরিত্রেই তারা বেশ সাবলীল ছিলেন। তাদের অভিনয়ের কারণেই ছবিটি দর্শকদের কাছে উপভোগ্য হয়ে উঠেছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *