ওল্ড বয় (২০০৩)
কেউ আপনাকে কিডন্যাপ করে একটা রুমের মধ্যে বন্দী করে রাখলো। কোথায় আছেন, কারা আপনাকে এখানে আনলো কিচ্ছু জানা নেই আপনার। সাহায্যের জন্য কারো কাছে যাবেন, সে উপায়ও নেই। দিন তারিখের হিসাবও নেই। কিন্তু যেদিন বন্দী দশা থেকে মুক্তি পেলেন, বুঝলেন মাঝখানে দশটি বছর পেরিয়ে গেছে। মারা গেছেন আপনার স্ত্রী, তাকে খুন করা হয়েছে। আর সেই খুনের মূল সন্দেহভাজন আপনি নিজেই! আপনার চার বছরের মেয়েটিও নিখোঁজ। বন্দীত্ব থেকে মুক্তি পেয়ে যেন আরেক বন্দীত্বকেই বরণ করে নিলেন আপনি। কীভাবে বেঁচে থাকবেন আপনি? কার উপরেই বা প্রতিশোধ নেবেন?
এরকম এক দূর্দান্ত গল্প নিয়ে তৈরি কোরিয়ান ছবিটি। টুইস্টে ভরা ছবিটি থ্রিলার প্রেমীদের জন্য মাস্ট ওয়াচ। এটি ছিলো পরিচালক পার্ক চান-ওক এর দ্বিতীয় চলচ্চিত্র।