ললেস (২০১২)
মদের ব্যবসা চালানো তিন ভাইয়ের সাথে দয়ামায়াহীন এক স্পেশাল ডেপুটি মার্শালের দ্বন্দ্ব এবং লড়াইয়ের গল্প। ১৯৩১ সালের প্রেক্ষাপটে নির্মিত গল্প। ছবিটি পরিচালনা করেছেন জন হিলকোট। ম্যাট বনডুরান্ট এর উপন্যাস ‘দ্যা ওয়েটেস্ট কান্ট্রি ইন দ্যা ওয়ার্ল্ড’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন নিক কেভ। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিয়া লেবৌফ, টম হার্ডি, গ্যারি ওল্ডম্যান,গাই পিয়ার্স। অ্যাকশনধর্মী ছবি যাদের পছন্দ তাদের জন্য মাস্ট ওয়াচ।