ষ (২০২২)
চার চারটে শর্টফিল্ম নিয়ে বেশ আলোচনায় এসেছে চরকির ‘ষ’ সিরিজটি। প্রত্যেকটি শর্টফিল্ম নিয়ে এখানে আলাদা করে রিভিউ দেয়া হল।

এই Building এ মেয়ে নিষেধ
জমে নাই!
একই ঘরের ছেলে, সব তো সমান হয় না। কোনোটা বেশি ব্রিলিয়ান্ট, কোনোটা অ্যাভারেজ, কোনোটা হয় ডাল। এইভাবে দেখলে ষ সিরিজের তিন ভাইয়ের মধ্যে প্রথম ভাই মানে প্রথম গল্পটা বেশ ডাল। বাকি গল্পগুলোর তুলনায় এইটা মোটামুটি। গল্পে তেমন কোন কিক নাই, অভিনয়ের সুযোগ কম। ভালো বলতে আছে মিউজিক আর কস্টিউম।

মিষ্টি কিছু
দূর্দান্ত!
নির্মাতা হিসেবে নুহাশ বেশ গোছানো। তার কাজের মধ্যে ন্যাচারাল হিউমার থাকে। সেখান থেকে বেরিয়ে হরর জনরার সিরিয়াস কাজ করাটা জটিল বটে। তবে জটিলতা কিছু হয়নি, বরং দারুণভাবে নিজের কাজটা করেছেন তিনি। বিশেষ করে চঞ্চল চৌধুরী এবং আফজাল হোসেনের মত দুই অভিনেতাকে ডিল করার জন্য যে ম্যাচুউরিটি দরকার সেটা তার মধ্যে শতভাগ আছে। পারফেক্টলি দুজনকে ব্লেন্ড করেছেন। গল্প, স্ক্রিপ্ট, ডায়লগ দশে দশ। সিনেমাটোগ্রাফি, মিউজিক, সাউন্ড, আর্ট সবগুলা ডিপার্টমেন্টই চমৎকার কাজ করেছে। খুব ভালো কাজ।

লোকে বলে
মারাত্মক!
প্রথম সিনটাই অসাধারণ। কোন এক শীতের সকালের দৃশ্য। দেখেই মনের মধ্যে এক ভালো লাগা কাজ করবে। সিরিজের এই ছবিটাতে অভিনয়ের চেয়ে গল্প বলার প্যাটার্নটা বেশি ভালো লেগেছে। ভারতীয় টুম্বাড এবং বুলবুল ছবির কথা মনে পড়ে গেছে ছবিটা দেখতে দেখতে। কূসংস্কারের গল্পগুলো পাপেটের মাধ্যমে বলায় ছবি বানানোর খরচ কমে গিয়েছে সাথে সাথে গল্পটা আরো প্রাণবন্ত হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে যখন তিনটা গল্পকে একসূত্রে বাঁধা হয়েছে। দূর্দান্ত স্টোরি টেলিং এবং সিনেমাটোগ্রাফি।

নিশির ডাক
সিরিজের অন্য গল্পগুলোর থেকে এটার পার্থক্য হলো এটা কিছুটা শহুরে গল্প। মানে শহরের ছেলেমেয়েদের জীবনযাপন, প্রেম, অভিমান, আত্মহত্যা নিয়ে গল্প। আগের গল্পগুলো হয় গ্রামীণ না হয় মফস্বলের ছিল। নিশির ডাকে সাইকোলজিক্যাল বহুবিধ দিক নিয়ে কথা বলেছে। সম্পর্কের জটিলতা, অবহেলা, অভিমান মানুষকে কোথায় ঠেলে নিয়ে যায় সেটা দেখানো হয়েছে। আবার প্রিয়জনের মৃত্যুর পর আরেকজন মানুষের বেঁচে থাকাটাও হয়ে ওঠে অসহনীয়।
এই ছবির ডায়লগগুলো বেশ মজার। যেমন: কক্সবাজারে আসলে মনে হয় ক্রিমসন কাপে চলে এসেছি, যাদের সাথে অনেকদিন দেখা হয় না, তাদের সবার সাথে দেখা হয়ে যায়। এই ডায়লগটা আমার বেশ ভালো লেগেছে। নুহাশের ডায়লগে জোর করে হাসানোর ব্যপারটা নেই। এই ছবিতে ডায়লগই সবচেয়ে বেশি ভালো লেগেছে। অভিনয়, সিনেমাটোগ্রাফি আর বাদবাকি সব অ্যাভারেজ লেগেছে।
এবার আসি ষ সিরিজে আমাদের পছন্দের তালিকা অনুযায়ী রেটিংয়ে। তালিকায় ১ নম্বরে থাকবে মিষ্টি কিছু, এরপর লোকে বলে, তারপর নিশির ডাক আর সবশেষ এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ।