হার (২০১৩)
একাকীত্ব কতটা ভয়ানক হতে পারে? কখনো কখনো একাকীত্ব মানুষকে নিয়ে যায় স্বেচ্ছামৃত্যুর দিকে। না এই ছবি আত্মহত্যার ছবি নয়, একাকীত্বের ছবি। এমনই একাকীত্ব যে একজন মানুষ একটি অপারেটিং সিস্টেমের প্রেমে পড়ে যায়, একটি কণ্ঠের প্রেমে পড়ে যায়। অদ্ভূত এই গল্প এবং নির্মাণশৈলীর জন্য ছবিটি সাড়া ফেলে দেয়। ওয়াকিন ফিনেক্স অভিনেতা হিসেবে নিজেকে অনেক আগেই প্রমাণ করেছেন। ছবিটিতে অসামান্য অভিনয় করেছেন তিনি। অনেকে বুঝতেই পারবেন না যে এই ব্যক্তিই জোকার ছবিতে জোকার চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির চিত্রনাট্য লেখা ও পরিচালনার কাজটি করেছেন স্পাইক জোঞ্জ। ৮৬তম অস্কারে সেরা ছবিসহ পাঁচটি শাখায় মনোনয়ন পেয়েছিলো ছবিটি।