হোম (২০২১)
এ বছরের অন্যতম আলোচিত মালায়লাম ছবি। খুবই রিফ্রেশিং একটা ছবি। মন খারাপ করে দেয় আবার ভালো লাগা নিয়ে ছবিটা শেষ হয়।
ছবিটির মূল আকর্ষণ এর গল্প আর সাদামাটা প্রেজেন্টেশন। এত সাধারণ গল্প যা হরহামেশাই ঘটে আমাদের জীবনে বা আশেপাশে। দেখে মনে হয় যেন নিজের ঘরের গল্পটাই দেখছি।
প্রথমদিকে ছবিটা কিছুটা ধীরগতির। ২ ঘণ্টা ৪৮ মিনিট বেশ লম্বা সময়। দুই ঘণ্টায় শেষ করলে ছবিটা আরও ঠিকঠাক হতো।
বাবার চরিত্রে অভিনেতা ইন্দ্রান্স এর অভিনয় বহু বছর দর্শকদের মনে উজ্জ্বল হয়ে থাকবে। গল্প ভাবনা, চিত্রনাট্য এবং পরিচালনার দুর্দান্ত কাজটি করেছেন রোজিন থমাস।