প্যাটারসন (২০১৬)

প্যাটারসন একজন বাস ড্রাইভার। নি:স্তরঙ্গ তার জীবন। প্রতিদিন একই রুটিন। বাসে করে লোকজনকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়া। বিকেলে ঘরে ফেরার আগে শেডস বারে বসে বিয়ার খাওয়া। তারপর বাড়ি ফেরা। কাজের ক্ষেত্রে খুবই নিষ্ঠাবান সে। প্যাটারসনের স্ত্রী লরা একজন গায়িকা। প্যাটারসন প্রতিদিন বাসের যাত্রীদের কথা শোনে, বারে বসে উপস্থিত লোকজন এবং বারের মালিকের সাথে কথা বলে। আর নিজের এসব অভিজ্ঞতা সে লিখে রাখে তার ছোট্ট একটা নোটবুকে, তার কবিতার খাতা। এর কথা তার স্ত্রী ছাড়া আর কেউ জানে না। তার স্ত্রী তাকে উৎসাহ দেয় কবিতা লেখা নিয়ে। প্যাটারসনের ভেতরের কবিসত্তা তাতে আরো প্রস্ফুটিত হতে থাকে। কিন্তু ওই নোটবুক ছাড়া আর কোথাও নেই প্যাটারসনের কবিতা। তার স্ত্রী বলেন, কবিতার বই ছাপাতে। নাহলে অন্তত কবিতাগুলো ফটোকপি করে রাখতে। একদিন ঘরে ফিরে প্যাটারসন দেখেন তাদের পোষা কুকুর মার্ভিন, কবিতার খাতাটা ছিড়ে ফেলেছে। প্যাটারসনের লেখা কবিতার আর কোন চিহ্ন থাকে না কোথাও। প্যাটারসন কি আর কবিতা লিখবে না তাহলে? ছবির চিত্রনাট্য লেখা ও পরিচালনার কাজটি করেছেন জিম জারমুশ। আর প্যাটারসনের চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *