চালচিত্র এখন: সিনেমা, ব্যক্তিগত সম্পর্ক এবং অভিজ্ঞতা

ছবিটিকে গুরুদক্ষিণা বলা যায়। গায়ক হিসেবে অঞ্জন দত্ত সুখ্যাত হলেও তিনি চেয়েছিলেন অভিনেতা হতে। দার্জিলিং এর পাট চুকিয়ে যখন কলকাতায় ফিরে এলেন তখনও মঞ্চ নাটক করার চেষ্টা করছিলেন। নিজের একটা দলও করেছিলেন। সেই সময়ে ঘটনাচক্রে তার সাথে পরিচয় ঘটে চিত্রনির্মাতা মৃণাল সেনের। সেই সূত্রে চালচিত্র নামের ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে অঞ্জন দত্তের।

১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির জন্য ভ্যানিস চলচ্চিত্র উৎসবে সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছিলেন অঞ্জন দত্ত।

তারপর আর দুজনের সেরকম কাজ হয়নি। তাই অঞ্জন আর মৃণাল সেনের স্মৃতি রয়ে গেছে চালচিত্রকে ঘিরেই। সেই স্মৃতিরই রোমন্থন হলো চালচিত্র এখন এর মাধ্যমে। অঞ্জন দত্ত পরিচালিত, অভিনীত ছবিটিতে চালচিত্র ছবি নির্মাণের সময় এবং ঘটনাবলীকে তুলে আনা হয়েছে।

ছবিটি মুক্তি দেয়া হয়েছে মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষ্যে মুক্তি দেয়া হয়েছে।

যেখানে অঞ্জন দত্ত অভিনয় করেছেন মৃণাল সেনের চরিত্রে এবং তরুন অঞ্জনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শাওন চক্রবর্তী। এটি তার ডেব্যু ফিল্ম।

তবে ছবিতে দুজনের আসল নাম ব্যবহার করা হয়নি। মৃণাল সেনকে কুনাল সেন এবং অঞ্জন দত্তকে রঞ্জন দত্ত চরিত্রে রুপদান করা হয়েছে।

চলচ্চিত্রকে ঘিরে দুজন মানুষের ব্যক্তিগত সম্পর্ক, অভিজ্ঞতা ফুটে উঠেছে ছবিটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *