সন্তোষ (২০২৪)
জাতের ভেদ, হিন্দু-মুসলিম দাঙ্গা, পুলিশি নির্যাতনে মৃত্যু, নারী নিপীড়ন, দুর্নীতি সব কিছুই দেখানো হয়েছে। কিন্তু কোনো কিছুই বিশদভাবে দেখানো হয়নি। তেমন গভীরভাবেও কোনো বিষয়ে নজর দেয়া হয়নি।
এসব কিছুই দেখানো হয়েছে একজন নারী পুলিশ কনস্টেবলের চোখে, ভারতের এক দরিদ্র অধ্যুষিত গ্রামের পটভূমিতে। নারী কনস্টেবল সন্তোষ তার স্বামীর মৃত্যুর পর স্বামীর বদলে কোটায় চাকরিটি পান। তার স্বামী দাঙ্গার সময় ডিউটি পালন করতে গিয়ে মারা যান। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহানা গোস্বামী। তার অভিনয় খুবই মনোটনাস ছিল।
তবে এসএইচও গীতা শর্মার চরিত্রে সুনিতা রাজওয়ার চমৎকার অভিনয় করেছেন। এর আগে কমিক রোলে তাকে দেখা গেছে এবং ওটিটি মাধ্যমের কাজে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বিশেষ করে গুল্লাক এবং পঞ্চায়েত ওয়েব সিরিজে তিনি অসাধারণ অভিনয় করেছেন। এবার সিরিয়াস চরিত্রেও তিনি নিজেকে দারুণভাবে উপস্থাপন করেছেন।
অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ছবিটি। হিন্দি ভাষার ছবি হলেও ছবিটি জমা দেয়া হয়েছে যুক্তরাজ্য থেকে। ছবিটির পরিচালক সন্ধ্যা সুরি। ছবিটি প্রযোজনা করেছেন মাইক গুডরিজ, জেমস বুশার, অ্যালান ম্যাকএলেক্স, বাল্টহাজার দে গানায়। ছবিটির প্রিমিয়ার হয়েছিল ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে।