মারা গেছেন শ্যাম বেনেগাল

৯০ বছর বয়সে মারা গেছেন ভারতীয় সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ পরিচালক শ্যাম বেনেগাল।

১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে জন্ম তাঁর। কর্মজীবনের শুরুতে একটি বিজ্ঞাপনী সংস্থায় কিছুদিন কাজ করেন।

১৯৭৩ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘অঙ্কুর’। সমাজের কঠিন বাস্তবতাকে পর্দায় তুলে এনেছিলেন তিনি। নিশান্ত (১৯৭৫), মন্থন (১৯৭৬), আরোহন (১৯৮২) তাঁর উল্লেখযোগ্য ছবি।

২০১০ সালে ‘ওয়েল ডান আব্বা’ নির্মাণের পর দীর্ঘ সময় বিরতি নিয়েছিলেন তিনি। গত বছর মুক্তি পায় তাঁর নির্মিত ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ ছবিটি।

চলচ্চিত্রের পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টারিও তৈরি করেছেন তিনি।

ভারতীয় সিনেমায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭৬ সালে পদ্মশ্রী এবং ১৯৯১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *