বাড়ির নাম শাহানা যাচ্ছে অস্কারে
প্রতি বছর অস্কার একটি বিভাগ থাকে সেরা বিদেশি ভাষার ছবি। সেই বিভাগে বিশ্বের নানা দেশের চলচ্চিত্রের মধ্যে থেকে একটি ছবিকে পুরস্কৃত করা হয়।
এবার বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে লীসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ ছবিটি।
জমা পড়া পাঁচটি ছবির মধ্যে থেকে এই ছবিটিকে বাছাই করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সমণ্বয়ে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি।
গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃতে মুক্তি পেয়েছে বাড়ির নাম শাহানা।
ছবিটিতে অভিনয় করেছেন আনান সিদ্দিকা, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের।

