রটারড্যামে যাচ্ছে বাংলাদেশের তিন ছবি

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের তিন ছবি।

মেজবাউর রহমান সুমন এর দ্বিতীয় ছবি রইদ লড়বে টাইগার কম্পিটিশন বিভাগে। ছবিটির আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রটারড্যামে। এর আগে হাওয়া নির্মাণ করে আলোচনায় আসেন সুমন।

ছবিটি এখনও বাংলাদেশে মুক্তি পায়নি।

নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত এর দ্বিতীয় ছবি মাস্টার এর প্রিমিয়ার হবে এই উৎসবে। এটিও প্রতিযোগিতা বিভাগে লড়বে, বিগ স্ক্রিন ক্যাটাগরিতে।

নোনা জলের কাব্য ছিল সুমিতের প্রথম ছবি যা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।

তাওকীর ইসলাম পরিচালিত দেলুপি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে রটারড্যামে। ব্রাইট ফিউচার ক্যাটাগরিতে প্রদর্শিত হবে সিনেমাটি। নির্মাতার প্রথম অথবা দ্বিতীয় ছবি দেখানো হয় এই ক্যাটাগরিতে। দেলুপি সিনেমাটি বাংলাদেশে হলে চলছে।

২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নেদারল্যান্ডস এর রটারড্যাম শহরে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *