বাফটায় এগিয়ে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
অস্কারের পর এবার বাফটার মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।
ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা সংক্ষেপে বাফটায় এবার সর্বোচ্চ মনোনয়ন পেয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবিটি।
সর্বোচ্চ ১৪ টি শাখায় মনোনয়ন পেয়েছে ছবিটি।
অস্কারে সর্বোচ্চ ১৬ টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়া সিনার্স ছবিটি বাফটায় ১৩ টি বিভাগে মনোনয়ন পেয়েছে।
এরপরের স্থানে রয়েছে হ্যামনেট ও মার্টি সুপ্রিম ছবি দুটি। দুটি ছবিই ১১ টি বিভাগে মনোনয়ন পেয়েছে।
আগামী ২২ ফেব্রুয়ারি বাফটা পুরস্কার ঘোষণা করা হবে।

