বাড়ির নাম শাহানা (২০২৩)
চমৎকার ছবি। গল্প, স্ক্রিপ্ট, ডায়লগ একদম আমাদের চারপাশের। ছোট ডায়লগ কিন্তু মনে গেঁথে যায়। গভীর অর্থবোধক এবং ধারালো সংলাপ।
যোয়াহের মুসাব্বির এর সিনেমাটোগ্রাফি অনবদ্য, বিশেষ করে লাইটের কাজ অসাধারণ।
মুগ্ধ করেছে সবার অভিনয়। দীপা চরিত্রে আনান সিদ্দিকা পুরোটা সময় অনবদ্য অভিনয় করেছেন। বাবার চরিত্রে লুৎফর রহমান জর্জ সাবলীল, স্বাচ্ছন্দ্য। দীপার সৎ মায়ের চরিত্রে কাজী রুমা দারুণ, আটপৌরে মায়ের চরিত্রে তিনি একদম মিলেমিশে গেছেন, হয়ে উঠেছেন দিলরুবা।
মামার চরিত্রে আমিরুল হক চৌধুরী এবং মামানির চরিত্রে নায়লা আজাদ একে অন্যকে যোগ্য সঙ্গ দিয়েছেন। ঘুড্ডি ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছিলেন নায়লা আজাদ। বহু বছর পর আবার তাঁকে পর্দায় দেখা গেল।
দীপার স্বামী আব্দুল হালিমের চরিত্রে আরিফ ইসলাম, সুখময় এর চরিত্রে ইরেশ যাকের সবাই যার যার জায়গায় অতুলনীয়।
আব্দুল হালিমের চরিত্রে আরিফ ইসলাম এতটাই সহজাত অভিনয় করেছেন যে অবাক হতে হয়। জুলেখা চরিত্রে কামরুন্নাহার মুন্নি যেন দীপারই আরেক সত্তা। দীপা এবং জুলেখার সখ্য ছবিটিকে অন্য মাত্রা দিয়েছে। মুন্নি অসাধারণ অভিনয় করেছেন।
বাড়ির নাম শাহানা একজন মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা। সিনেমা হলে দর্শক সেই অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী হন।

