ভাগাওয়াত চ্যাপ্টার ওয়ান: রাক্ষস (২০২৫)
এই ঘটনা নিয়ে আগেও দাহার এর মত ওয়েব সিরিজ হয়েছে যা বেশ আলোচিত হয়েছে। আলোচিত এই ঘটনা নিয়ে কাজ করার জন্য সিরিজই ভালো। কারণ এত দীর্ঘ কাহিনী মাত্র দুই ঘণ্টার সিনেমায় সঠিকভাবে তুলে ধরা সম্ভব নয়।
ভাগাওয়াত এর ক্ষেত্রে সেটাই হয়েছে। প্রথম এক ঘণ্টা যেরকম টানটান চিত্রনাট্য ছিল, পরের এক ঘণ্টাতে তা তাড়াহুড়া করে শেষ করা হয়েছে।
ভাগাওয়াত চরিত্রে আরশাদ ওয়ার্সি ভালো করেছেন। নেগেটিভ চরিত্রে জিতেন্দ্রও বেশ ভালো করেছেন। বিশেষ করে পঞ্চায়েত, কোটা ফ্যাক্টরি-তে পজিটিভ চরিত্রে অভিনয়ের পর সামির এর মত একটি চরিত্র করা তার জন্য চ্যালেঞ্জিং ছিল। তিনি সেটা সফলতার সাথে উতরে গেছেন।
ছবিতে স্টার বলতে এই দুজনই। তবে বাকিরাও তাদের চরিত্র দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। সে কারণে ছবিটি উপভোগ্য হয়েছে।

