ফ্যামিলি ম্যান সিজন থ্রি (২০২৫)
জমে নাই। গল্প ভুয়া। প্ল্যাটফর্মের চাপে জোর করে নামানো হয়েছে নতুন সিরিজ। বাজেট ভালো ছিল কিন্তু গল্প না থাকায় ফল ভালো হয়নি।
অযথাই শ্রীকান্তকে ফ্যামিলিসহ ফেরার বানানো হয়েছে। শুধুমাত্র কাহিনীতে টুইস্ট আনার জন্য। এভাবে চলতে থাকলে পরের সিজনে দেখা যাবে শ্রীকান্ত তিওয়ারি মারা গেছে। আবার হিন্দি সিরিয়ালের মত সে হঠাৎ করে বেঁচে ফিরবে।
জেকে-কে ইন্টেলিজেন্স অফিসার কম জোকার বেশি বানিয়েছে। আগের দুই সিজনে তার ক্যারেক্টারে কমিক প্রেজেন্স ছিল, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। কমেডি করতে গিয়ে সিরিয়াস কাজ প্রায় করতেই পারেনি।
রুকমা চরিত্রে জয়দ্বীপ আহলাওয়াত কিছুটা বাঁচিয়েছেন সিরিজটাকে। তবে এখানেও ক্যারেক্টার ডেভলপমেন্ট ঠিকমত হয়নি। প্রথমে দেখা গেল সে একজন ছোটখাট লোকাল ড্রাগ ডিলার, যে ভাড়াটে খুনি হিসেবেও কাজ করে। পরে দেখা গেল তার মায়ানমারে বিদ্রোহীদের সাথে হট কানেকশন! তাহলে প্রথমে তাকে ছোট লোকাল গুন্ডা হিসেবে দেখানো হলো কেন?
একটু সেভেন সিস্টার নিয়ে নাড়াচাড়া, একটু চীন, একটু মায়ানমার নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা আর খুব সিরিয়াসলি দিস ইজ অ্যান অ্যাক্ট অব ওয়ার বলে দিলেও থ্রিলার সিরিজ হয়ে গেল? কাহিনীতে অ্যাক্ট অব ওয়্যার এর কোনো উত্তেজনাই তো আনা গেল না।
প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী দেশে গোপন সেনা মিশন পাঠাচ্ছেন তার দলের কোনো রাজনৈতিক সহযোগীর সাথে পরামর্শ ছাড়াই শুধু ইন্টেলিজেন্সের লোকজনের সাথে বসে? একের পর এক ডিসিশন শুধু ইন্টেলিজেন্সের সাথে বসে নিচ্ছেন। নিজের দলের নেতাদের সাথে পরামর্শ করছেন না। বিরোধী দলও তার সিদ্ধান্তের প্রতিবাদ করছে না। এটা কি বাস্তবসম্মত?
মনগড়া সব গল্প ফেঁদে বসেছে এবার, যা কোনোভাবেই দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। দর্শককে বোকা ভেবে গোঁজামিল দিতে চেয়েছেন রাজ এন্ড ডিকে গং।

