নায়াত্তু (২০২১)
ছবিটির স্ক্রিনপ্লে অসাধারণ। কিছুক্ষণ পর পরই কাহিনীতে ক্রাইসিস।
যেসময় মনে হচ্ছিলো এখন আর কিছু হবে না, কাহিনী শেষ, তখনই নতুন টুইস্ট। এজন্য ছবিটা উপভোগ্য হয়েছে।
তবে শেষটা ভালো লাগেনি। আসলে পুরো সময়জুড়ে এত টুইস্ট এসেছে যে শেষে গিয়ে আরও বড় টুইস্ট আশা করেছিলাম। তবে শেষটা স্বাভাবিক, লজিক্যালি শেষ হয়েছে।
নায়াত্তুর স্ক্রিপ্ট লিখেছেন শাহি কবির। এই ছবির জন্য চিত্রনাট্যকার হিসেবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
ছবিটি পরিচালনা করেছেন মার্টিন প্রক্কাত। ২০১৫ সালের আলোচিত চার্লি ছবিটির পরিচালক তিনি।
ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কুনচাকো বোবান, জোজু জর্জ, নিমিশা সাজায়েন।

