নো আদার চয়েস (২০২৫)
মাস্টারপিস!
এত চমৎকার স্ক্রিনপ্লে এবং এডিটিং দেখে মুগ্ধ হয়ে গেছি। স্টোরিটেলিং এর বাপ বলা যায় এই ছবিকে।
শুরুটা খুব সাধারণ, তারপর ধীরে ধীরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
ডায়লগ রাইটিং এর মাস্টারক্লাস করা হয়ে যাবে ছবিটি দেখলে।
অভিনয় অতি চমৎকার। প্রত্যেকটি চরিত্রে অভিনেতারা যথাযথ।
মিউজিক এই ছবির অভিজ্ঞতাকে বাস্তবিক করে তুলেছে। সিনেমাটোগ্রাফি অসাধারণ।
বিশেষ করে বলবো প্লাস দিয়ে টেনে দাঁত তোলার দৃশ্যটা। এত বাস্তব লেগেছে মনে হয়েছে আমারই দাঁত তুলে ফেলেছে!
সব ডিপার্টমেন্টে চমৎকার কাজ হয়েছে। এমন ছবি দেখে মনে হয়, সত্যিই একটা দেখার মত সিনেমা দেখলাম।
যা দেখলাম তা ভাবাবে, নতুন করে চিন্তা করতে শেখাবে। ভাবনা বদলে দেবে।

