ট্রেন ড্রিমস (২০২৫)
এই সিনেমাটা একটা দীর্ঘ বিষণ্ন কবিতার মত। পল্লীকবি জসীমউদ্দীনের কবর কবিতা যেমন।
মৃত্যু, অপেক্ষা, স্মৃতি, প্রকৃতির বিনাশ সাথে মানুষের ক্ষয়ে যাওয়া এসব বিষয় চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে।
সিনেমাটোগ্রাফি খুবই চমৎকার। বন, হ্রদ, সবুজ গাছপালা সব জীবন্ত হয়ে উঠেছে ক্যামেরায়।
এই ছবি জীবনের কথা বলে। নানা ঘটনার ভেতর দিয়ে জীবনের বয়ে চলার গল্প বলে।
সংলাপের ভেতর দিয়ে জীবন দর্শনের প্রতিফলন ঘটে। ট্রেন ড্রিমস মূলত নিসঙ্গতার নিস্তব্ধ বয়ান।

