রেখাচিত্রম (২০২৫)
মালায়লাম থ্রিলারগুলা প্রথমে এমন একটা কিক দেবে যে ছবি শেষ না করে উঠতে পারবেন না। রেখাচিত্রম এমনই ছবি। শুরুটা এত স্ট্রাইকিং যে সব ছেড়ে বসে যেতে হয়।
যদিও রহস্যের জট খুলতে যখন শুরু করে কিছুটা কাকতালীয় ব্যাপার বেশি ঘটে গেছে মনে হয়েছে। মার্ডার মিস্ট্রি তাও আবার ৪০ বছর আগের, তাও আবার ফেসলেস।
ইনভেস্টিগেশন শুরু হয় একটা কঙ্কাল উদ্ধারের মাধ্যমে, আর তাকে খুন করা হয়েছিল এই দাবির প্রেক্ষিতে।
তারপর তো একে একে ক্লু খুঁজে বের করতে থাকেন ইনভেস্টিগেটিং অফিসার। শেষে লজিক্যাল এন্ডিং টেনেছেন বটে তবে শুরুটা যেমন দুর্দান্ত, শেষটা সে তুলনায় সাদামাটা লেগেছে। তবে উপভোগ্য সিনেমা।

