অস্কারে সিনার্স এর ইতিহাস
৯৮তম অস্কারে সর্বোচ্চ ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে সিনার্স।
এর আগে সর্বোচ্চ ১৪ টি বিভাগে মনোনয়ন পেয়েছিল অল অ্যাবাউট ইভ, টাইটানিক, লা লা ল্যান্ড।
২০১ টি ছবির মধ্যে থেকে ১০ টি ছবিকে সেরা ছবির মনোনয়ন দেয়া হয়েছে।
ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার পেয়েছে মোট ১৩ টি মনোনয়ন।
এছাড়া এ বছর কাস্টিং ডিরেক্টরদের জন্য নতুন একটি ক্যাটাগরি খোলা হয়েছে।

