দ্য ব্যালাড অব ওয়ালিস আইল্যান্ড (২০২৫)
গল্পটা সুন্দর। কোনো এক্সট্রা কিছু নাই। ডাল-ভাত, ডিম ভাজি, আলু ভর্তার মত প্লেইন এন্ড লাইট।
ইজি গোয়িং। অত্যন্ত সুন্দর লোকেশন, চোখের জন্য অতি আরামদায়ক।
টিম কে-এর অভিনয় অসাধারণ। তার করা চার্লস হিথ-এর চরিত্রটি সবচেয়ে ভালো লেগেছে। তিনি ছবির চিত্রনাট্যও লিখেছেন।
ছুটির রাতে আরাম করে দেখার মত একটা সিনেমা।
গল্পটা নিয়ে ২০০৭ সালে প্রথম একটা ২৫ মিনিটের শর্টফিল্ম বানানো হয় যেটা বেশ প্রশংসিত হয়েছিল। সেই টিমটা একই গল্প নিয়ে ফিচার ফিল্ম বানিয়েছে।
ছবিটির শুটিং হয়েছে ওয়েলস-এর পেমবকশায়ার দ্বীপে।

