অজয়ের প্রথম ওয়েব সিরিজ: দেখার মত কিছুই নেই!
অজয় দেবগানের প্রথম ওয়েব সিরিজ। প্রচারণা ভালোই হয়েছে। কিন্তু কনটেন্ট জাতের হয়নি। থ্রিলার সিরিজ দেখতে গিয়ে যদি ঘুম চলে আসে তাহলে সেই সিরিজের অবস্থা কি বোঝাই যায়! ৬ পর্বের সিরিজ। প্রথম পর্ব এক ঘণ্টার। সেটা দেখার পর বাকি সিরিজ দেখার আর আগ্রহ হবে না দর্শকদের।
আর সব থ্রিলার সিরিজেই পুলিশ অফিসারের হয় বউ থাকে না, নাহলে সেপারেটেড। সুখী পরিবারসহ কোন পুলিশ অফিসার কি নেই নাকি রাইটারদের চোখে পড়ে না?
এশা দেওলকে অনেকদিন পর দেখা গেল, কিন্তু কসমেটিক সার্জারি করে চেহারার বেহাল দশা হয়ে গেছে। রাশি খান্নাকেই যা একটু ভালো লেগেছে দেখতে। অজয়ের চেহারাতেও বয়সের ছাপ স্পষ্ট। অজয়ের অভিনয়ও বেশ দুর্বল ছিল এই সিরিজে।