অনলাইনে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি
অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’। আগামী ২৪ শে জুলাই ছবিটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টার প্ল্যাটফর্মে।
পরিচালক মুকেশ ছাবরার প্রথম ছবি এটি। বলিউডের নামকরা কাস্টিং ডিরেক্টর মুকেশের সাথে ভালো বন্ধুত্ব ছিলো সুশান্তের।
সুশান্ত ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন সানজানা সাংঘি। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান।
মার্কিন লেখক জন গ্রিনের লেখা ‘দ্যা ফল্ট ইন আওয়ার স্টার্স’ উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছে। ২০১২ সালে প্রকাশিত উপন্যাসটি অবলম্বনে ২০১৪ সালে হলিউডে নির্মিত হয়েছে ব্যবসা সফল ছবি ‘দ্যা ফল্ট ইন আওয়ার স্টার্স’।
সূত্র: এনডিটিভি