অমিত ত্রিবেদীকে চেনা যায় যে ১০টি গানে

অমিত ত্রিবেদী বলিউডের একজন নামকরা সঙ্গীত পরিচালক। বলিউডের জগতে পা দেয়ার আগে তিনি মূলত বিজ্ঞাপনের জন্য জিঙ্গেল করতেন। ‘ডেভ’ ডি ছিলো তার সঙ্গীতায়োজনে করা প্রথম বলিউড ছবি। তবে সেটি পরে মুক্তি পায়। প্রথমে মুক্তি পায় আমির ছবিটি। সেই থেকে আজ অবধি অমিত ত্রিবেদী এক মুগ্ধতার নাম।

১. হা রহম

২০০৮ সালের আমির ছবির গান। এটাই ছিলো বলিউডে অমিত ত্রিবেদীর প্রথম ছবি।

২. ইমোশনাল অত্যাচার

অনুরাগ কাশ্যপ পরিচালিত ডেভ ডি ছবির গান। এটাই ছিল অমিত ত্রিবেদীর কাজ করা প্রথম ছবি। কিন্তু ‘আমির’ ছবিটি আগে রিলিজ পায়। ‘পায়েলিয়া’, ‘পারদেশি’সহ ডেভ ডি ছবির প্রত্যেকটি গানই দারুণ।

৩. ইকতারা

‘ওয়েক আপ সিড’ ছবির গান। যতবার শুনবেন ততবারই ভালো লাগবে। এই ভালো লাগা শেষ হবে না।

৪. শাম

‘আয়েশা’ ছবির গান। এই ছবির ‘গাল মিট্ঠি মিট্ঠি’ গানটাও শুনতে পারেন। বিয়ের অনুষ্ঠানের জমিয়ে দেবে এই গান।

৫. পারেশান

কমার্শিয়াল ছবিতেও অমি ত্রিবেদী হিট। ‘ইশাকজাদে’ ছবির পারেশান গানটিও তার করা। এছাড়াও এই ছবির ‘আফলাতুন কে পারিন্দে’, ‘ছোকরা জাওয়ান’ গান দুটিও।

৬. ড্রিমাম ওয়েকাপাম

রানী মুখার্জি অভিনীত ‘আইয়া’ ছবির গান। ত্রিবেদীর বহুরুপের আরো এক রুপ এই গানে পাবেন।

৭. সাওয়ার লু

‘লুটেরা’ ছবির সবগুলো গানই সুন্দর। এই গানটা বেশি সুন্দর।

৮. মাঞ্ঝা

‘কাই পো চে’ ছবির গান। সুর এবং সঙ্গীতের ভিন্নতা প্রশান্তি দেবে।

৯. লন্ডন থুমাকরা

বিয়ের আয়োজনের জন্য জমজমাট গান। ‘কুইন’ ছবির জন্য করা।

১০. মোহাব্বত বুড়ি বিমারি

১৯৫০ এর দশকের জ্যাজ ফরম্যাটে করা গান। ‘বোম্বে ভেলভেট’ ছবির গান। জ্যাজ যারা পছন্দ করেন শুনে দেখতে পারেন।

সূত্র: দ্য কালচার ট্রিপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *