অর্ণবের অন্যভাবে ফেরা
অর্ণব ফিরলেন তাঁর ভক্তদের মাঝে, গান নিয়েই তবে অন্যভাবে।
অর্ণবকে নিয়ে নির্মাতা আবরার আতহার নির্মাণ করেছেন ডকুমেন্টারি ‘আধখানা ভালো ছেলে, আধা মস্তান’।
যারা অর্ণবকে ভালোবাসেন এই ডকুমেন্টারিটা তাদের ভালো লাগবে নি:সন্দেহে।
অর্নবের মুখে অর্ণবের গল্প শোনা, গান শোনা এবং একজন সত্যিকার শিল্পীর শিল্পীসত্তা ও ব্যক্তিসত্তাকে আলাদা করে চেনার যাত্রা।
ডিরেক্টর আবরার আতহার অর্ণবের আত্মীয় তাই ডকুমেন্টারিতে ঘরের অর্ণব, বড়ভাই-বন্ধু অর্ণবকে অনেকখানি পাওয়া যায়।
মোটামুটি অনেক কিছু আছে এই ডকুমেন্টারিতে, আবার অনেক কিছুর সংকটও প্রকটা। যেমন: অর্ণবের বেড়ে ওঠার বড় জায়গাজুড়ে রয়েছে শান্তি নিকেতন তবে সেখানে কোন শ্যুট করা হয়নি।
অর্ণবের প্রথম দিককার গানের গীতিকার, শৈশবের সঙ্গী এবং প্রথম স্ত্রী সাহান বাজপেয়ীর কোন ইন্টারভিউ নেই, অর্ণবের অনেক গানের গীতিকার রাজীব আশরাফের কোন ইন্টারভিউ নেই। এগুলো থাকলে ডকুমেন্টারিটা আরো পোক্ত হতো।