অস্কারে তিনবার সেরা অভিনেত্রী

অনন্য অর্জন বলাই যায়। নোম্যাডল্যান্ড ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। এই নিয়ে তিনবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তিনি।

এখন তার চেয়ে এগিয়ে আছেন কেবল ক্যাথরিন হেপবার্ন। চারবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।

১৯৯৭ সালে ‘ফার্গো’ ছবির জন্য প্রথম অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান ম্যাকডরম্যান্ড।

ফার্গো ছবিতে মার্গে গুন্ডারসন চরিত্রে ম্যাকডরম্যান্ড

২১ বছর পর দ্বিতীয়বার সেরা অভিনেত্রীর অস্কার জেতেন ২০১৮ সালে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবির জন্য।

থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি ছবিতে মিলড্রেড হায়েস চরিত্রে

তিন বছর পরই নোম্যাডল্যান্ড এর জন্য জিতলেন সেরা অভিনেত্রীর তৃতীয় পুরস্কার।

নোম্যাডল্যান্ড ছবিতে ফার্ন চরিত্রে

নোম্যাডল্যান্ড নির্মিত হয়েছে জেসিকা ব্রুডারের লেখা ‘নোম্যাডল্যান্ড: সার্ভাইভিং আমেরিকা ইন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ অবলম্বনে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *