অস্কারে নতুন ইতিহাস লিখলো প্যারাসাইট
ফাটিয়ে দিয়েছে প্যারাসাইট। এবার অস্কারে সেরা ছবি, সেরা বিদেশি ভাষার ছবি, সেরা পরিচালক এবং সেরা মৌলিক চিত্রনাট্য এর পুরস্কার জিতেছে ছবিটি।
৯২তম অস্কারে সেরা ছবির পুরস্কার পাওয়ার মাধ্যমে নতুন ইতিহাস লিখলো প্যারাসাইট। অস্কারে এই প্রথম কোন বিদেশি ভাষার ছবি সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে।
আজ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় হলিউডের ডলবি থিয়েটারে বসেছিলো ৯২তম অস্কারের এই আয়োজন।
সূত্র: সিএনএন এন্টারটেইনমেন্ট, দ্য গার্ডিয়ান