অস্কারে সেরা ছবির মনোনয়ন পাওয়া ৯ ছবি
অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। এ বছর বসবে অস্কার এর ৯২তম আসর। ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এই জমকালো আসর। এ বছর নয়টি ছবি পেয়েছে সেরা ছবির মনোনয়ন। চলুন এই নয়টি ছবি সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেয়া যাক।

ফোর্ড ভার্সেস ফেরারি
২০১৯ সালের অন্যতম আলোচিত এবং ব্যবসা সফল ছবি ফোর্ড ভার্সেস ফেরারি। ছবির মূল দুই ভূমিকায় অভিনয় করেছেন মেট ডেমন এবং ক্রিশ্চিয়ান বেল। ছবিটি পরিচালনা করেছেন জেমস ম্যানগোল্ড। রেসিং কার নির্মাণ এবং ১৯৬৬ সালে অনুষ্ঠিত ২৮ ঘণ্টার লে মান্স রেসিং জেতার রুদ্ধশ্বাস কাহিনী নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

দ্য আইরিশম্যান
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবিটির পরিচালক মার্টিন স্করসেসি। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, আল পাচিনো এবং জো পাস্কি। এক গ্যাংস্টার এর জীবনকাহিনী নিয়ে গড়ে উঠেছে ছবির গল্প।

জোজো র্যাবিট
কমেডি ধাঁচের ছবিটি পরিচালনা করেছেন তাইকা ওয়াইত্তি। এতে মূল শিশু চরিত্র জোজো এর ভূমিকায় অভিনয় করেছেন রোমান গ্রিফিন ড্যাভিস। হিটলারের নাৎসী বাহিনীর একটি শাখা ছিলো কিশোরদের নিয়ে যা পরিচিত ছিল ইয়ুথ হিটলার নামে। সেই দলের সদস্য ছিলো জোজো। একসময় সে জানতে পারে তার মা, তাদেরই বাসায় এক ইহুদি মেয়েকে গোপনে আশ্রয় দিয়েছে। কি করবে সে তখন? মেয়েটিকে ধরিয়ে দেবে না লুকিয়ে রাখবে?

জোকার
শুধু এই বছরের না জোকার ছবিটি আরো অনেক বছর ধরে মানুষের মনে থেকে যাবে। এই ছবিটির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ বছরের সেরা ছবির অস্কার জেতার। জোকার চরিত্রে ওয়াকিম ফনিক্সের দূর্দান্ত অভিনয় তাঁকেও এগিয়ে রেখেছে সেরা অভিনেতার স্বীকৃতি পাওয়ার দৌড়ে। একজন মানসিক রোগাক্রান্ত স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভয়ঙ্কর খুনি হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। জোকার পরিচালনা করেছেন টড ফিলিপস।

লিটল ওম্যান
চার বোনের গল্প, যাঁরা পরিচিত ’মার্চ সিস্টার্স’ নামে। সবাই স্বাধীনচেতা এবং নিজের মত করে জীবন যাপন করেছেন। তাঁদেরই একজন জো মার্চ। তাঁর বয়ানে আমরা দেখি চার বোনের জীবনের গল্প। গ্রেটা গারউইগ পরিচালিত ছবিটি নির্মিত হয়েছে লোইসা মে অ্যালকট এর ১৮৬৮ সালে লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। উপন্যাসটির গল্প নিয়ে নির্মিত এটি সপ্তম ছবি। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, এমা স্টোন এবং ক্রিস কুপার।

ম্যারেজ স্টোরি
বিবাহ বিচ্ছেদের পরও দুজন একসাথে থেকে যাওয়ার এক ভিন্ন রকম কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ম্যারেজ স্টোরি। প্রতিদিনকার সংসারের টানাপোড়েন, সংকট নিয়ে তৈরি ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন এবং অ্যাডাম ড্রাইভার। ছবিটি পরিচালনা করেছেন নোয়া বায়ুমবাচ।

নাইনটিন সেভেনটিন
প্রথম বিশ্বযুদ্ধের রনাঙ্গনের রুদ্ধশ্বাস এক অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাইনটিন সেভেনটিন। পরিচালক স্যাম মেন্ডেস। সহকর্মীদের জীবন বাঁচাতে এক গুরুদায়িত্ব বর্তায় দুই ব্রিটিশ সৈনিকের উপর। নিজেদের জীবন বাজি রেখে সেই দায়িত্ব পালন করে তারা। দুই সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন জর্জ ম্যাককে এবং ডি-চার্লস চ্যাপম্যান।

ওয়ান্স আপন এ টাইম…. ইন হলিউড
কুয়েন্তিন তারান্তিনো মানেই নৃশংসতার শৈল্পিক দৃশ্যায়ন। এই ছবিতেও তার ব্যতিক্রম নেই। রিক ডাল্টন নামের এক হলিউড অভিনেতা এবং তার বডি ডাবল বা স্টান্টম্যান ক্লিফ বুথকে নিয়ে ছবির কাহিনী। কাজের সুবাদে দুজনের পরিচয় হলেও দীর্ঘ সময় একসাথে কাজ করায় দারুন বোঝাপড়া হয় তাদের মধ্যে। দুজন বন্ধু হয়ে যায়। তবে ধীরে ধীরে রিক ডাল্টনের জনপ্রিয়তা কমতে থাকে। তাই ক্লিফকেও বিদায় জানাতে হয় তার। কিন্তু সেই বিদায়ক্ষণেই রিকের বাড়িতে হামলা চালায় একদল হিপ্পি। ছবিতে রিক ডাল্টনের ভূমিকায় অভিনয় করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও আর ক্লিফ বুথের ভূমিকায় আছেন ব্র্যাড পিট। আরো অভিনয় করেছেন মার্গট রবি এবং আল পাচিনো। এই ছবিটি অস্কার দৌড়ে ভালোই এগিয়ে আছে।

প্যারাসাইট
২০১৯ সালের অন্যতম আলোচিত কোরিয়ান ছবি প্যারাসাইট। কান চলচ্চিত্র উৎসবে প্রথম কোরিয়ান ছবি হিসেবে পাম দি’ওর পুরস্কার জিতেছে বং জুন-হো পরিচালিত ছবিটি। কিছুক্ষণ পরপরই গল্প নতুন নতুন মোড় নিচ্ছে। নতুন স্তর তৈরি হচ্ছে। এই ছবিটিরও দারুণ সম্ভাবনা আছে সেরা ছবির পুরস্কার জেতার।