অস্কারে সেরা পরিচালকের মনোনয়ন পাওয়া ৫ পরিচালক
অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। এ বছর বসবে অস্কার এর ৯২তম আসর। ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এই জমকালো আসর। এ বছর পাঁচজন পরিচালক পেয়েছেন সেরা পরিচালকের মনোনয়ন।
মার্টিন স্করসেসি
৫০ বছরেরও বেশি সময় ধরে সিনেমা বানাচ্ছেন মার্টিন স্করসেসি। এর আগেও একবার সেরা পরিচালক হিসেবে অস্কার জিতেছিলেন তিনি। ২০০৬ সালে ‘দ্য ডিপার্টেড’ ছবির জন্য। এবার মনোনয়ন পেয়েছেন ‘দ্য আইরিশম্যান’ ছবির জন্য।
টড ফিলিপস
‘হ্যাংওভার ট্রিলোজি’, ‘ডিউ ডেট’ এর মত কমেডি ছবি বানিয়েছেন। আবার তিনিই বানিয়েছেন ‘জোকার’ এর মত সংবেদনশীল ছবি। এবার টড ফিলিপস এর অস্কার জেতার ভালো সম্ভাবনা রয়েছে।
স্যাম মেন্ডেস
১৯৯৯ সালে ‘আমেরিকান বিউটি’ ছবির মাধ্যমে ডেব্যু করেন স্যাম মেন্ডেস। প্রথম ছবিতেই সেরা পরিচালক হিসেবে জেতেন অস্কার এবং গোল্ডেন গ্লোব। ‘নাইন্টিন সেভেনটিন’ ছবির জন্য এবার মনোনয়ন পেয়েছেন তিনি। গোল্ডেন গ্লোব এ এবারও সেরা পরিচালক এর পুরস্কার জিতেছেন এই ছবিটির জন্য।
কুয়েন্তিন তারান্তিনো
২০১৩ সালে ‘রিজারভয়ার ডগস’ ছবির জন্য সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতেছিলেন তারান্তিনো। তবে এককভাবে নয়, রজার অ্যাভারির সাথে যৌথভাবে। এবার সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ ছবির জন্য।
বং জুন-হো
দক্ষিণ কোরিয়ান নির্মাতা বং জুন-হো বিশ্ব সিনেমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন ২০০৩ সালে নির্মিত তাঁর দ্বিতীয় ছবি ‘মেমোরিজ অব মার্ডার’ এর মাধ্যমে। এবার তিনি সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন বহুল আলোচিত ‘প্যারাসাইট’ ছবির জন্য।