অস্কারে সেরা যারা
আজ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় হলিউডের ডলবি থিয়েটারে বসেছিলো ৯২তম অস্কারের এই আয়োজন।
ছয়টি বিভাগে মনোনয়ন পেয়ে চারটিতেই পুরস্কার জিতেছে প্যারাসাইট। প্রথম বিদেশি ভাষার ছবি হিসেবে অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছে ছবিটি। পেয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা বিদেশি ভাষার ছবি এবং সেরা মৌলিক চিত্রনাট্য এর পুরস্কার।
১১টি বিভাগে মনোনয়ন পাওয়া জোকার ছবিটি পুরস্কার জিতেছে দুটি বিভাগে। সেরা অভিনেতা এবং সেরা অরিজিনাল মিউজিক স্কোর।
১০টি বিভাগে মনোনয়ন পেয়ে নাইনটিন সেভেন্টিন জিতেছে তিনটি বিভাগে। সেরা চিত্রগ্রহণ, সেরা সাউন্ড মিক্সিং, সেরা ভিজ্যুয়াল এফেক্টস।
কুয়েন্তিন তারান্তিনোর ওয়ান্স আপন এ টাইম…ইন হলিউড ছবিটি ১০টি বিভাগে মনোনয়ন পেলেও জিতেছে মাত্র দুটি। সেরা পার্শ্ব অভিনেতা এবং সেরা প্রোডাকশন ডিজাইন।
নেটফ্লিক্স প্রযোজিত মার্টিন স্করসেসির আলোচিত ছবি দ্য আইরিশম্যান ১০টি বিভাগে মনোনয়ন পেলেও কোন পুরস্কারই জিততে পারেনি।
দেখে নিন ৯২তম অস্কার জয়ীদের পুরো তালিকা
সেরা অভিনেতা
ওয়াকিন ফিনেক্স (জোকার)
সেরা পার্শ্ব অভিনেতা
ব্র্যাড পিট (ওয়ান্স আপন এ টাইম…ইন হলিউড)
সেরা অভিনেত্রী
রেনে জেলেওয়েগার (জুডি)
সেরা পার্শ্ব অভিনেত্রী
লউরা ডের্ন (ম্যারেজ স্টোরি)
সেরা অ্যানিমেটেড ফিচার ছবি
টয় স্টোরি ফোর
সেরা চিত্রগ্রহণ
নাইনটিন সেভেন্টিন (রজার ডিকিন্স)
সেরা কস্টিউম ডিজাইন
লিটল ওম্যান (জ্যাকুলিন দুরান)
সেরা পরিচালক
বং জুন-হো (প্যারাসাইট)
সেরা ডকুমেন্টারি ফিচার
আমেরিকান ফ্যাক্টরি
সেরা ডকুমেন্টারি শর্ট
লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন (ইফ ইউ আর অ্যা গার্ল)
সেরা সম্পাদনা
ফোর্ড ভার্সেস ফেরারি (মাইকেল ম্যাককুস্কার, অ্যান্ড্রু বাকল্যান্ড)
সেরা বিদেশি ভাষার ছবি
প্যারাসাইট (বং জুন-হো, দক্ষিণ কোরিয়া)
সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং
বোম্বশেল (কাজু হিরো, অ্যানি মরগ্যান, ভিভিন বেকার)
সেরা অরিজিনাল স্কোর
জোকার (হিলদুর গৌনাদত্তর)
সেরা গীতিকার (মৌলিক গান)
আই অ্যাম গনা লাভ মি অ্যাগেইন ফ্রম রকেটম্যান (এলটন জন)
সেরা ছবি
প্যারাসাইট
সেরা প্রোডাকশন ডিজাইন
ওয়ান্স আপন এ টাইম…ইন হলিউড (বারবারা লিং)
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম
হেয়ার লাভ (ম্যাথিউ এ. চেরি, কারেন রুপার্ট টোলিভার)
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম
দ্য নেইবার্স উইনডো (মার্শাল কারি)
সেরা সাউন্ড এডিটিং
ফোর্ড ভার্সেস ফোরি (ডোনাল্ড সিলভেস্টার)
সেরা সাউন্ড মিক্সিং
নাইনটিন সেভেন্টিন (মার্ক টেইলর, স্টুয়ার্ট উইলসন)
সেরা ভিজ্যুয়াল এফেক্টস
নাইনটিন সেভেন্টিন (গুলিয়ামে রোচেরন, গ্রেগ বাটলার, ডোমিনিক তুয়োহি)
সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে
জোজো র্যাবিট (তাইকা ওয়াইতিতি)
সেরা মৌলিক চিত্রনাট্য
প্যারাসাইট (বং জুন-হো, হান জিন ওন)
সূত্র: অস্কার ডটগো ডটকম