অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পাওয়া ৫ অভিনেতা
অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। এ বছর বসবে অস্কার এর ৯২তম আসর। ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এই জমকালো আসর। এ বছর পাঁচজন অভিনেতা পেয়েছেন সেরা অভিনেতার মনোনয়ন।
অ্যান্তোনিও ব্যান্ডেরাস
স্প্যানিশ চলচ্চিত্রকার পেদ্রো আলমদোভারের জীবনীভিত্তিক ছবি ‘পেইন অ্যান্ড গ্লোরি’। ছবিতে চলচ্চিত্র পরিচালক এর ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্তোনিও ব্যান্ডেরাস। তাঁর চরিত্রের নাম সালভাদর মাল্লো। স্প্যানিশ এই অভিনেতা এরই মধ্যে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন, ‘পেইন অ্যান্ড গ্লোরি’ ছবিতে অভিনয়ের জন্য।
লিওনার্দো ডি ক্যাপ্রিও
এই নিয়ে ছয়বার সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ডিক্যাপ্রিও। জিতেছেন কেবল একবার, ২০১৬ সালে ‘দ্য রেভেন্যান্ট’ এর জন্য। এবার পেয়েছেন ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ ছবির জন্য।
অ্যাডাম ড্রাইভার
‘ম্যারেজ স্টোরি’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন অ্যাডাম ড্রাইভার। গত বছর ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন তিনি।
ওয়াকিন ফিনেক্স
এবার সবচেয়ে বেশি যার সম্ভাবনা তিনি ওয়াকিন ফিনেক্স। ‘জোকার’ ছবিতে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। এবার অস্কার জয়ের পালা!
জোনাথন প্রাইস
‘দ্য টু পোপস’ ছবিতে পোপ ফ্রান্সিস এর চরিত্রে অভিনয় করেছেন জোনাথন প্রাইস। আর সেজন্য ৭২ বছর বয়সী এই অভিনেতা পেয়েছে সেরা অভিনেতার মনোনয়ন।