অ্যাটাক পার্ট ওয়ান: ভালো প্রচেষ্টা কিন্তু অসফল
ছোটবেলায় বিটিভিতে রোবোকপ দেখেছেন? অ্যাটাকের কাহিনীর বেশ মিল রয়েছে রোবোকপের সাথে। এখানে জন আব্রাহাম একজন মেজরের ভূমিকায় অভিনয় করেছেন। জঙ্গি হামলায় যিনি প্যারালাইজ্ড হয়ে যান। তারপর তাকে প্রযুক্তির মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তিনি হয়ে ওঠেন আগের চেয়ে চৌকশ এবং শক্তিশালী।
ছবিটির কাহিনী জন আব্রাহামের। পরিচালনা করেছেন লক্ষ্য রাজ আনন্দ। ভিএফএক্স এর কাজ দুর্দান্ত। সেট এবং অ্যাকশনের কাজও বেশ ভালো হয়েছে। বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা হয়েছে ঘটনাবলী। তবে দুর্বলতা ছিল চিত্রনাট্যে আর সে কারণেই ছবিটি উপভোগ্য হয়নি।
গত এপ্রিলে মুক্তি পাওয়া ছবিটি নির্মিত হয়েছিল ৮০ কোটি রুপি বাজেটে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। আয় করেছে মাত্র ২২ কোটি রুপি। এই অবস্থায় আদৌ এর পার্ট টু মুক্তি পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।