আইফায় গাঙ্গুবাইয়ের বাজিমাত
এবার আইফা অ্যাওয়ার্ডে বাজিমাত করেছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত গাঙ্গুবাই কাঠিওয়ারি ছবিটি।
সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য, সংলাপ সহ বেশ কয়েকটি বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি।
তবে সেরা ছবির পুরস্কার জিতেছে অজয় দেবগন অভিনীত দৃশ্যম টু ছবিটি।
সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন অভিনেতা আর মাধবন, রকেটারি: দ্য নাম্বি এফেক্ট ছবিটির জন্য।
সেরা প্লেব্যাক সিঙ্গার পুরুষ এর পুরস্কার জিতেছেন অরিজিৎ সিং এবং সেরা প্লেব্যাক সিঙ্গার নারী এর পুরস্কার জিতেছেন শ্রেয়া ঘোষাল, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিভা ছবির গানের জন্য।
একই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মৌনি রায়।
সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন দুজন অভিনেতা।
ইরফান খানের ছেলে বাবিল খান জিতেছেন কালা ছবিতে অভিনয়ের জন্য। গাঙ্গুবাই কোঠিওয়ারি ছবিতে অভিনয়ের জন্য জিতেছেন শান্তনু মহেশ্বরী।
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা সংক্ষেপে আইফার এবার ছিল ২৩তম আসর।
এবারের আসর অনুষ্ঠিত হয় দুবাইয়ে গত ২৬ ও ২৭ মে।
সূত্র: দ্য ন্যাশনাল নিউজ ডটকম, আড্ডা ২৪/৭ কারেন্ট অ্যাফেয়ার্স।