আইফা-তে সেরা ছবি এনিমেল
গত ২৮ শে সেপ্টেম্বর আবুধাবিতে বসেছিল আইফা এওয়ার্ডস এর আসর।
এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এনিমেল। জাওয়ান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান।
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি।
টুয়েলভথ ফেইল ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন বিধু বিনোদ চোপড়া।
এবারের অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহরুখ খান, করন জোহর এবং ভিকি কৌশল।
সূত্র: হিন্দুস্তান টাইমস