আনোরার কান জয়
৭৭তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দি অর জিতেছে শন বেকার পরিচালিত সিনেমা আনোরা।
কমেডি ড্রামা ঘরানার ছবিটি এক যৌনকর্মীর গল্প নিয়ে নির্মিত। ছবিটির শুটিং করা হয়েছে নিউ ইয়র্ক সিটি এবং লাস ভেগাসে।
কান চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজন ছিল ১৪ থেকে ২৫ মে পর্যন্ত।
এবারের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ২২টি ছবি।
উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ পিঁ জিতেছে পায়েল কাপাডিয়ার ছবি অল উই ইমাজিন এ্যাজ লাইট।
গত ৩০ বছরে এই ছবিটিই প্রথম কোনো ভারতীয় ছবি হিসেবে কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল।
সূত্র: বিবিসি, আল জাজিরা।